বিয়ানীবাজারে চেয়ারম্যানের উপর হামলার চেষ্টার ঘটনায় ইউনিয়নবাসীর বিক্ষোভ সমাবেশ
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের উপর হামলার চেষ্টাকারির শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুদ্ধ ইউনিয়নবাসী। বিক্ষুব্ধ লাউতা ইউনিয়ন পরিষদ ও লাউতা ইউনিয়নবাসী একের পর এক কর্মসূচীর মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
রবিবার ইউনিয়নের থানাবাজারে বিক্ষোভ সমাবেশে এ দাবী তুলেছে ইউনিয়নবাসী। লাউতা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল লতিফ এর সভাপতিত্বে এবং ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সাদিকুর রহমানের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য মনজ্জির আলী, আজ্জমিল আলী কালু, কবির আহমদ, সালিস ব্যাক্তিত্ব আতাউর রহমান, ময়নুল ইসলাম, দুদু মিয়া, বাধন আহমদ, কাওসার আহমদ সহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় বক্তারা, অভিযুক্ত আনোয়ার হোসেনকে চিহৃিত মাদকসেবী ও সন্ত্রাসী উল্লেখ্য করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইতিমধ্যে এ ঘটনার প্রতিবাদে থানায় জিডি, ইউএনও বরাবর স্মারকলিপি ও জনপ্রতিনিধিরা কর্মবিরতি পালনসহ একাধিক কর্মসূচি পালন করেছেন। আগামীতে আরো কঠোর আন্দোলনের ও হুশিয়ারী দেন বক্তারা।