বিজ্ঞপ্তি

সিলেট জেলা জুয়েলার্স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন বিয়ানীবাজারের সুমন যুগ্ম সাধারণ সম্পাদক

সিলেট: সিলেট জেলা বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার মো: মাহবুবুর রহমান সওদাগর সভাপতি, নির্মল কুমার রায় সাধারন সম্পাদক ও রতন দে-কে কোষাধ্যক্ষ করে ২০২৩-২০২৫ সালের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি আলতা মিয়া, আব্দুল করিম মল্লিক, প্রবীর সিংহ ও রাজীব ভৌমিক, সহ সাধারণ সম্পাদক ইয়াছিন আহমদ সুমন, হাজী মো: আয়তুল ইসলাম খাঁন, বরুণ কুমার বণিক, মো: সেলিম আহমদ ও লক্ষন ঘোষ ।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, গৌরাঙ্গ বণিক , গোবিন্দ রায়, কাজী মো: আক্তার হোসেন, প্রদীপ কর্মকার, হাজী বাবুল আহমদ, মো: আব্দুল হান্নান, মো: জালাল আহমদ।

জানা যায়, গত ৬ জুন নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৯ জন সদস্য নির্বাচিত হন। তারা হলেন নির্মল কুমার রায় (১ম), আব্দুল করিম মল্লিক (২য়), আলতা মিয়া (৩য়), প্রবীর সিংহ (৪র্থ), গোবিন্দ রায় (৫ম), রতন দে (৬ষ্ট), ইয়াছিন আহমদ (৭ম), লক্ষন ঘোষ (৮ম), মো: মাহবুবুর রহমান সওদাগর (৯ম), কাজী মো: আক্তার হোসেন (১০ম), বরুণ কুমার বণিক (১১তম), রাজীব ভৌমিক (১২তম), হাজী মো: আয়তুল ইসলাম খাঁন (১৩তম), প্রদীপ কর্মকার (১৪তম), হাজী বাবুল আহমদ (১৫তম), গৌরাঙ্গ বণিক (১৬তম), মো: আব্দুল হান্নান (১৭তম), মো: জালাল আহমদ (১৮তম), মো: সেলিম আহমদ (১৯তম) স্থান অধিকার করেন।

এদিকে, সিলেট জেলা বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি গুলজার আহমেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, মো: রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিষ্ট্রিক মনিটরিং এর সদস্য (সিলেট বিভাগীয় সমন্বয়কারী) নীহার কুমার রায়, বাজুস সচিব খালেদ আকন্দ, এজিএম (এডমিন) তানভীর আহমদ, নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের হাজী মো: সুনু মিয়া, সদস্য শেখ মো: আলমগীর হোসেন ও আবুল হাসান নজু। আপিল বোর্ডের চেয়ারম্যান খুরশেদ আলম, সদস্য মো: সোহেল আহমদ, অরুন কুমার রায়।

Back to top button