সিলেট জেলা স্বেচ্ছাসেবক আহ্বায়কের মুক্তির দাবীতে বিয়ানীবাজার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
বিয়ানীবাজারঃ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। রবিবার (১১ জুন) দুপুরে বিক্ষোভ মিছিল পৌর শহরের পোস্ট অফিস রোডের সামনে থেকে শুরু করে দক্ষিণ বাজার ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা শাখা আহ্বায়ক মোঃ সরোয়ার হোসেন সুমন এবং পথসভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা আব্দুল শুকুর, জাকারিয়া আহমদ, এ বি কামাল, জাবের আহমদ উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান সিপু যগ্ম আহ্বায়ক এমরান আহমদ যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ জাবলু উপজেলা শাখা সেচ্ছাসেবক দলের নেতা শামীম আহমেদ, বেলাল আহমদ ও আবুল হোসেন ছাত্রদলের নেতা শাহরিয়ার তুহিন, শাহান আহমদ চৌধুরী ও জয় আহমদ প্রমূখ।-প্রেবি