সুনামগঞ্জ

সুনামগঞ্জে ‘সুদখোরের বিরুদ্ধে’ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চেয়ারম্যানের আত্মহত্যা

টাইমস ডেস্কঃ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরী (৫৬)।

শনিবার দিবাগত মধ্যরাতে মৌলভীবাজার হাসপাতালে মারা যান তিনি। আত্মহত্যার আগের দিন ফেসবুকে কয়েকজনের নাম উল্লেখ করে স্ট্যাটাস দেন তিনি।

জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল রোডের ফুলবাড়িয়া এলাকা থেকে অসুস্থ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। রাতেই মৌলভীবাজার হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুর আগে তিনি তার নিজের ফেসবুক আইডিতে দিরাইয়ে কিছু মানুষের নামোল্লেখ করে লিখেন, ‘সুদখোরদের যন্ত্রণায় এই পথ বেছে নিলাম আমি। আমার এমন পরিণতির জন্য দায়ী দিরাইয়ের হবিবুর রহমান (হবু) এবং জসিম উদ্দিন। হবিবুরের কাছ থেকে আমি টাকা এনেছিলাম। তা শোধ করেছি দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়াকে সঙ্গে নিয়ে। এরপর আমি অসুস্থ হয়ে পড়ি, সুস্থ হয়ে জানতে পারি, ওদের টাকার জন্য আমার উপর মামলা হয়ে গেছে। ওদের টাকার জন্য আমি পথে বসেছি। হবিবুর একজন নীচ সুদখোর। সুদের টাকায় দিরাইয়ে তিনটি বাড়ি করেছে সে।’

জসিম উদ্দিন নামে আরেকজনের নামোল্লেখ করে তিনি স্ট্যাটাসে লিখেন, সে ২৯ লাখ টাকা কোথা থেকে পেলো তদন্ত করলে বেরিয়ে আসবে। এই দুই সুদখোরসহ দিরাই কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী সজল দাস, অসিত দেব নাথ, চিনি ঠাকুর ও পুতুল দাসের নামোল্লেখ করে লিখেন, ওরা সুদের ব্যবসা করে মানুষ বিপদে পড়লে শতকরা ১০ টাকা হারে সুদে টাকা লাগায়। আমি জালিম জুলুমকারীদের বিচার চাই। আমি হয়তো দেখতে পারবো না। কিন্তু সমাজ আপনাদের এই কৃতিত্ব দেখবে। বিদায়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, সৌম্য চৌধুরীকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল রোডের ফুলবাড়িয়া এলাকার সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় টহল পুলিশ শনিবার রাতে উদ্ধার করে। এসময় তিনি ক্ষীণকণ্ঠে কেবল দিরাইয়ের রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিচয় দিচ্ছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর আহমদ জানান, সৌম্য চৗধুরী সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার আসামি ছিলেন। ফেসবুকে তিনি যাদের নাম লিখেছেন, তাদের কারো কারো সঙ্গে তার মামলা চলছিল।

Back to top button
error: Alert: Content is protected !!