বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত, সিলেটে প্রেরন

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার পরিষদের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এই ছাত্রলীগ কর্মী আহত হন। এ ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ কর্মীর নাম ইমতিয়াজ আহমদ। সে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারী গ্রামের শামসুল ইসলামের পুত্র।

জানা যায়, ছাত্রলীগের রাজনীতির বিবদমান দুই পক্ষের মধ্যে পূ্র্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের সামনের রাস্তার পাশে তাকে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন কর্মী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার শরীরে ছুরি আটকে থাকতে দেখা যায়।

রক্তাক্ত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে অস্ত্রপচার করে ছুরির আটকে থাকা অবশিষ্ট অংশ তার পিঠ থেকে বের করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশংকাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান আহত ইমতিয়াজের মেরুদণ্ডের হাড়ে মারাত্মক জখম হয়েছে। সেজন্য উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ঘটনায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরদিন বুধবার সকালে বিয়ানীবাজার পৌরশহরে আহত ইমতিয়াজের সহপাঠী ছাত্রলীগের কর্মীদের মিছিল দিতে দেখা যায়। পৌরশহরে এখন টান টান উত্তেজনা বিরাজমান। বিক্ষুব্ধ আহত হওয়া ইমতিয়াজের সাথে একই গ্রুপের ছাত্রলীগ কর্মীরা।

এদিকে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান ঘটনার পর পরই নতুন করে কোন অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেন নি।

তিনি আরও জানান আহতের অবস্তা আশংকাজনক হওয়ায় তাকে চিকিৎসা দিতে ব্যস্ত থাকায় কেউ অভিযোগ দেন। আহতের পরিবার থেকে জানানো হয়েছে অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে মঙ্গলবার দিবাগত রাতের এই ঘটনার পর থেকে পৌরশহরে এখন আতংক বিরাজ করছে। কখন কী হয় এমন শংকায় এখন ব্যবসায়ীরাও।

Back to top button