বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ইয়াবাসহ যুবক আটক!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার বিয়ানীবাজার পৌরশহরের উওরবাজার ইসলাম ট্রেডার্স এর পাশ থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম রায়হান হোসেন(২২)। সে পৌরশহরের কশবা এলাকার মৃত এনাম উদ্দিনের ছেলে।

বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০ ঘটিকার সময় বিয়ানীবাজার থানার এস আই মোফাখখারুল ইসলাম গোপন সূত্রে পৌরশহরে ইয়াবা ট্যাবলেট কেনা বেচার খবর পান। পরে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশের একটি টিম নিয়ে পৌরশহরের উওর বাজারারের ইসলাম ট্রেডার ও পলাশ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে পুলিশ তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানায় সে ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রির জন্য তার কাছে রেখেছিলো। বিক্রি করার আগে হঠাৎই পুলিশ তাকে আটক করে। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)সারণীর ১০(ক) ধারায় মামলা গ্রহন করা হয় এবং বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

Back to top button