শ্রীমঙ্গল ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরী কামিল (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২০ মে) শ্রীমঙ্গল শহরের উকিল বাড়ির রোড থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ শনিবার বিকেল ৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডের লাল হাজী সাহেবের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে আবু জাফের মোহাম্মদ তাহমিদ চৌধুরীকে আটক করেন।
এ সময় আটককৃত তাহমিদ চৌধুরী কামিলের পরনের প্যান্টের পকেট থেকে একটি কালো রঙের পলিথিনে মোড়ানো ৩৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরী কামিল শ্রীমঙ্গল পৌরসভার গুহরোড এলাকার মৃত ফাত্তাহ আহমেদ চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি মামলা রুজুপূর্বক আজ সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।