বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার খলিল চৌধুরীর শিক্ষক এম এ হাছিবের অস্ত্রোপচার সম্পন্ন, দোয়া কামনা
বিয়ানীবাজার পৌরশহরের খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আব্দুল হাছিব শারীরিকভাবে অসুস্থ হয়েছে হাসপাতালে শয্যাশায়ী রয়েছেন। তিনি বর্তমানে সিলেট নগরীর পপুলার মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। তার পায়ে সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ২০০৬ সালে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কাকরদিয়া এলাকায় এক দুর্ঘটনায় পায়ে আঘাত পান শিক্ষক আব্দুল হাছিব। সম্প্রতি তার সেই আঘাতপ্রাপ্ত পায়ে অসুস্থতাবোধ হওয়ায় তিনি চিকিৎসকদের শরণাপন্ন হন। পরে চিকিৎসকদের পরামর্শে গত শনিবার রাত ১২টায় তাঁর পায়ে অস্ত্রপচার করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতির দিকে রয়েছে।
এদিকে, শিক্ষক আব্দুল হাছিবের আশু রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন বিয়ানীবাজারের খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ