বিজ্ঞপ্তিবিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারতে জেলা বিএনপির সাধারন সম্পাদক এমরান চৌধুরী

বিয়ানীবাজার টাইমসঃ বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল মতলিব, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হাই, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন- আহ্বায়ক আবুল হাসনাত হাসনু সহ প্রয়াত বিএনপির নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

জিয়ারত শেষে তিনি উপজেলা জাসাস আহ্বায়ক মুজিবুর রহমানের বাড়িতে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনাম উদ্দিন দিলালের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলীনগর ইউপির সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোশতাক আহম্‌ এান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্ট্‌ জেলা বিএনপির সদস্য এনাম আহমদ, কবির আহমদ,কাতার বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আলা উদ্দিন কালা মাষ্টার, জেলা বিএনপির সাবেক সদস্য মাসুক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুবাস, যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, বিয়ানীবাজার উপজেলা জাসাসের সদস্য সচিব আব্দুল হালিম রানা, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম আহম্‌ বিয়ানবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক আবদুল হাফিজ, সাবেক প্রচার সম্পাদক কামাল আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বিয়ানীবাজারের প্রয়াত এসব নের্তৃবৃন্দকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে বলেন, দলের দুর্দিনে কমর উদ্দিনসহ প্রয়াত এসব নেতারা দলকে পথ দেখিয়েছেন। তাদের কর্মযজ্ঞতার কারনে দলের নেতাকর্মীরা আজও তাদের শ্রদ্ধাভরে স্মরন করে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা জাসাসের জাফর আহমদ হাসিব, আহমদ রুবেল, হোসেন আহমদসহ বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল জাসাস শ্রমিকদল কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।-প্রেবি

Back to top button