প্রবাস

ভিক্ষা করতে ভিজিট ভিসায় দুবাই

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ আরব আমিরাতের দুবাই। অর্তবিত্ত আর বিলাশী জীবনে ভরপুর। আর্থিক ভাবে সচ্চল দেশটিতে অনেকেই ঘুরতে যান ভ্রমন ভিসায়। তবে ভ্রমন ভিসায় গিয়ে অনেকে ভিক্ষা ও করেন। এমন অদ্বুত ঘটনা ঘটেছে এবার দুবাইয়ে।

চলছে রমজান মাস। সচ্চল দেশ হবার কারনে দেশটিতে দানের পরিমান ও বেশি। বিভিন্ন সংস্থা আর্থিক ভাবে কিছুটা অসচ্চলদের পুরো রমজান জুরে সহায়তা করে থাকে দুবাই সরকার। এই সুযোগটাই অনেকেই কাজে লাগাতে চায়। নিজেদের দুর্বলতা প্রকাশ করে সহায়তা খুজে অনেকেই।

এরই মধ্যে দেশটিতে অনেকেই গিয়েছেন ভিজিট ভিসায়। দুবাই সরকারের এই সুবিধা দেখার পর অনেকেই নানা সুবিধা নেয়ার চেষ্টা করেছে। ্তার মধ্যে ভিক্ষা করতেও পিছপা হন নি অনেক ভিজিটর। এমন কয়েকশো ভিজিটর ভিক্ষুককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী

দেশটির পুলিশ বলছে রমজান মাসে দেশটিতে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। টুরিষ্ট দেশ হিসেবে বিভিন্ন উন্নত দেশ থেকে অনেক টুরিষ্ট আসেন দেশটিতে। সেসব জায়গায় ভিক্ষুক যাতে না যেতে পারেন তার জন্য চেষ্টা করে থাকেন পুলিশ। তারপরেও টুরিষ্টদের কাছে ভিক্ষুকরা সহায়তা চেয়ে থাকেন।

দুবাই পুলিশ বলছে ভিজিট ভিসায় এখানে ভিক্ষা করতে এসেছিলেন

Back to top button