সিলেট

সিলেট নয়, ফখরুলের ‘দাওয়াতে’ লন্ডন থেকে ঢাকায় ফিরছেন আরিফ

টাইমস ডেস্কঃ সিলেট সিটি মেয়র আরিফুল হক লন্ডন থেকে সিলেটে নয়, ফিরছেন ঢাকা। বিএনপির দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ঢাকার ‘ফরমান’ আরিফ লন্ডন ছাড়ার আগেই এসেছে।

আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টায় ঢাকায় নেমেই দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করার কথা রয়েছে আরিফের।

লন্ডনে যুবদলের ইফতারে তারেক রহমানের সামনে মেয়র আরিফ যে ‘সিগন্যালে’র কথা বলেছেন, সেই সিগন্যালের উত্তর মির্জা ফখরুলের সাথে বৈঠকে মিলতে পারে। এমন আভাস পাওয়া গেছে দলটির নির্ভরযোগ্য সূত্রে।

বিএনপির দলীয় সূত্র বলছে, ‘সিসিক মেয়র আরিফুল হকের চাওয়া কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট, তাকে সেটাই দেওয়া হচ্ছে। আরিফ রোববার বিকেলে অথবা সোমবার ঢাকা থেকে সিলেট পৌছাবেন দলের শীর্ষ পদের দায়িত্ব নিয়ে। দলের পদ নিশ্চিত হলে আরিফ নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করবেন না। যদি আরিফ সিলেটে দলীয় পদ নিয়ে ফিরেন তাহলে সিলেট সদরের রাজনীতিতে নতুন একটি বলয় তৈরি হবে।

‘আরিফ সিলেট-১ আসন থেকে নির্বাচনের অভিপ্রায় করে গেছেন। তারেক রহমান তাকে কাজ করতে বলেছেন। বলেছেন, সময় হলে দেখা যাবে। এখানে (সিলেটে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদিরের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন আরিফ। যদি বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেয় তাহলে কে ‘লাল সিগন্যাল’ আর কে ‘সবুজ সিগন্যাল’ পাবেন সেটাই তখনই দেখা যাবে।’

এদিকে ২১ জুনের নির্বাচনে সিলেটে আওয়ামী লীগ থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হলে গোপনে মেয়র আরিফের সমর্থন পাবেন এমনটাই ধারণা করা হচ্ছে।

অপরদিকে বিএনপি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো বিএনপি নেতা শামসুজ্জামান জামানও নির্বাচন করতে পারেন এমন কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আরিফের ভূমিকা বড় নিয়ামক হয়ে উঠবে সিলেট সিটি নির্বাচনের জন্য।

Back to top button