আমিরাতে স্ট্রোকে পরপারে পাড়ি জমালেন বিয়ানীবাজারের মুন্না

বিয়ানীবাজার টাইমসঃ প্রবাসে মৃত্যুর মিছিলে যোগ দিলেন বিয়ানীবাজারের যুবক মাহফুজুর রহমান মুন্না (৩৫)। বুধবার (৫ এপ্রিল) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে পাড়ি জমান পরপারে।
মৃত্যুবরনকারি রেমিটেন্স যোদ্ধা মাহফুজুর রহমান মুন্না বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গোলাটিকর গ্রামের আতিক উদ্দিনের ছেলে।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার চাচাত ভাই শাকিল আহমদ। তিনি জানান, দুবাইয়ে কর্মস্থল থেকে ফিরে নিজ ঘরে গোসল শেষে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হোন। পরে সেখানে থাকা প্রবাসী স্বজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্বজনসুত্রে জানা যায়, পরিবারে দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় মুন্না ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকম ব্যাক্তি। মৃত্যুবরনকারি রেমিটেন্স যোদ্ধা মুন্না ব্যাক্তিগত জীবনে বিবাহিত।
এদিকে, তার মৃত্যুর খবর দেশে আসলে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।