বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে নিখোঁজ সেই কেয়ারটেকার আটক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার মাথিউরা পূর্বপার থেকে নিখোঁজ হওয়া সেই কেয়ারটেকারকে নরসিংদী জেলা থেকে আটক করেছে পুলিশ। সিলেট জেলা পুলিশের সুপার  মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঋন পরিশোধের ভয়ে এই ঘটনা সাজিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে। তবে অধিকতর তদন্তে সে আরও অপরাধের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তাকে শনিবার দিবাগত রাত নরসিংদী থেকে আটক করা হয়।

জানা যায় সে অনলাইনে জোয়া খেলে হেরে অনেক টাকা ঋনগ্রস্থ হয়ে পড়ে। ঋন থেকে বাচতে সে এমন অভিনব উপায় বেচে নিয়েছে।

কেয়ারটেকার তাইতুল ইসলাম নাহিদের প্রকৃত নাম হচ্ছে তাজুল ইসলাম। তার মূল বাড়ি নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার বড়ভিটা পূর্বপাড়া গ্রামে। হোসেন আলী আম্বিয়া বেগম দম্পতির ছেলে সে। তবে গত ১৪ বছর থেকে বিয়ানীবাজার থাকার সুবাদে সে সুকৌশলে নাম পরিবর্তন করে বিয়ানীবাজারের ভোটার হয়। নিজের নাম ভুল দিলেও সে মা বাবার নাম ঠিক রাখে জাতীয় পরিচয়পত্রে।

গত ৬ বছর থেকে উপজেলার মাথিউরা ইউনিয়নের পূর্ব পাড় এলাকার আব্দুল হেকিমের বাড়িতে কেয়ার টেকারের কাজ করে আসছিলেন নাহিদ ওরফে তাজুল। গত ৩১ এপ্রিল পরিবারের সদস্যরা দিবাগত রাত তিনটার দিকে তাকে ডাকতে আসলে দেখেন সে রুমে নেই। তার বিছানা এবং কক্ষের মধ্যে বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। এমন ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং এটিকে হত্যা হিসেবেই প্রাথমিক ভাবে ধারনা করে।

পরে ওই দিনে সিলেট জেলার জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এবং বিয়ানীবাজার থানার ওসি তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পৃথক ভাবে ঘটনাস্থলে আসে ডিবি এবং পিবিআইয়ের গোয়েন্দা দল। আলাদা আলাদা ভাবে আলামত সংগ্রহ করেন তারা ও। তবে ঘটনার ১২ ঘন্টা পেরিয়ে গেলেও রক্তের মধ্যে কোন গন্ধ আসে নি এবং রক্ত জমাট বাধে নি। আরও নানা আলামতের মাধ্যমে পুলিশ ধারনা করে এই রক্ত ভূয়া হতে পারে। তবে পুরোপুরি নিশ্চিত হতে রক্ত কী না তা পরিক্ষার জন্য রক্তের স্যাম্পেল ল্যাবে পাঠায় পুলিশ।

পরে বিয়ানীবাজার থানার একদল চৌকশ গোয়েন্দা টিম এই ঘটনার তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশ এই নিখোজ কেয়ার টেকার সম্পর্কে নানা তথ্য পায়। প্রথম তথ্য পায় সে তার একজন সহপাঠী খুনের মামলার আসামী। গ্রেফতার হওয়ার ভয়ে সে সেখান থেকে পালিয়ে আসে। নিজের বাবার মৃত্যুর খবর শুনেও সে তার বাবাকে শেষ বারের জন্য দেখতে পায় নি। কারন সে জানতে পেরেছিল সে সেখানে গেলে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার করে।

অবশেষে তথ্য প্রযুক্তির সহযোগীতায় চৌকশ সেই গুয়েন্দা টিম রহস্যময় এই কেয়ারটেকারকে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার তাকে নরসিংদী জেলা থেকে গ্রেফতার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় সে অনেক টাকা দেনা হয়ে গেছে। সেই দেনা দেয়ার আর কোন পথ খুলা ছিলো না তার সামনে। জুয়ায় হেরে সব টাকা সে খরচ করে ফেলেছে। নিজেকে রক্ষা করতে এবং দেনা থেকে বাচতে সে নিজের হত্যার এই মিথ্যা নাটক সাজিয়েছে।

সে এখান থেকে পালিয়ে সিকিউরিটি গার্ডের চাকরি খুজছিল বলে জানা যায়।

Back to top button