বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌর মেয়র ফারুকুল হকের দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বাংলাদেশ আওয়ামীলীগ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকের দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে ফারুকুল হক দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করে বিজয়ী হন। এ কারনে তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

পত্রের অনুলিপি আওয়ামীলীগের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে প্রেরণ করা হয়েছে।

বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারকুল হকের অব্যাহতি প্রত্যাহার হওয়ায় তার অনুসারী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা গেছে।

মেয়র ফারুকুল দলের এমন সিদ্ধান্তে সভানেত্রী, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Back to top button