সিলেট

ওমরাহ হজে গিয়ে মারা গেলেন সিলেটের আব্দুন নুর

টাইমস ডেস্কঃ ওমরাহ হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আব্দুন নুর। বৃহস্পতিবার ভোর ৫টায় মক্কা শরীফে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী (লম্বাহাটী) গ্রামের আব্দুর রহমান এমরানের পিতা।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে করে স্ত্রী, বড় মেয়ে, জামাতাসহ পরিবারের ৬জন লোক জেদ্দার উদ্দ্যেশ্যে যাত্রা করেন। পরে সেখান থেকে মক্কা শরীফে ওমরাহ পালন শেষে বৃহস্পতিবার ভোরে রুমে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৭০বছর।

এদিকে ওমরাহ পালন শেষে চলতি মাসের ২৮ তারিখ দেশের ফেরার কথা ছিল। মরহুম আব্দুন নুরের লাশ সেখানেই সমাহিত করা হতে পারে বলে জানিয়েছেন আব্দুন নুরের জামাতা সিলেট জেলা আইনজীবি সহকারী সমিতির সহ সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম।

Back to top button