সিলেট

সিলেটে বন্ধ হচ্ছে ভ্যকসিন কার্যক্রম

টাইমস ডেস্কঃ মজুদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হতে চলেছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। বর্তমানে নগরে ফাইজারের ভ্যাকসিন ৩য় ও ৪র্থ ডোজ হিসেবে দেয়া হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারী সোমবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সিলেটে এ টিকা আর দেওয়া হবে না। ফলে কার্যত বন্ধ থাকবে ভ্যাকসিন কার্যক্রম। তবে মজুদ থাকা সাপেক্ষে ১২ বছরের নিচের শিশুদের ফাইজারের টিকা প্রয়োগ অব্যাহত থাকবে।

শুক্রবার দৈনিক জালালাবাদকে তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। তিনি জানান, আমাদের হাতে ফাইজারের তেমন টিকা নেই। যা আছে তা ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে কিনা সন্দেহ। তবে ২৭ ফেব্রুয়ারী থেকেই আমরা ফাইজারের টিকা বন্ধ করে দেবো। এই কারণে ২৭ ফেব্রুয়ারী পর নতুন করে কাউকে ফাইজারের টিকা দেওয়া হবে না। যদিও বর্তমানে উপজেলা পর্যায়ে ১ম ও ২য় ডোজ হিসেবে সিনোফার্মার টিকা দেয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে সেটা অব্যাহত থাকবে কিনা আমাদের জানা নেই। নগর এলাকায় শুধু ফাইজারের টিকা চলমান ছিল বিধায় ২৭ ফেব্রুয়ারীর পর টিকা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে নগরীর পৃথক দুটি কেন্দ্রে প্রতিদিন গড়ে ৪ শ’ থেকে ৫শ’ মানুষ করোনার টিকা নিচ্ছেন বলে জানান তিনি।

Back to top button