বিনোদন
আজ সিলেট মাতাবে কণ্ঠশিল্পী তাহসান
টাইমস ডেস্কঃ জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আজ সিলেটে একটি কনসার্টে মঞ্চ মাতাবেন।
বুধবার(২২ফেব্রুয়ারি) সিলেট নগরের সুবিদবাজারস্থ খান’স প্যালেস কনভেনশন হলে কনসার্ট অনুষ্ঠিত হবে।
জানা যায়,ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস Fresh Sound Concert-এ।বিকাল ৩টায় কনসার্ট শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা।