বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে মহান শহীদ দিবস

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বিয়ানীবাজার সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের সমাগম ঘটে।

ভাষার জন্যে শহীদদের স্মরনে ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার পৌরশহরের কলেজ প্রাঙ্গনে শহিদ মিনারের পাদদেশে সর্বস্থরের মানুষ সমবেত হয়েছিলেন। পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে ভালোবাসায় শিক্ত করা হয় ভাষার জন্য সংগ্রাম করা জাতির সেই শ্রেষ্ট সন্তানদের।

সোমবার ঘড়ির কাটায় রাত যখন ১১ টা তখন বিয়ানীবাজার সরকারি কলেজের কেন্দ্রিয় শহিদ মিনারের সামনে সমবেত হতে শুরু করেন বিভিন্ন সংঘটন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনের সদস্য বৃন্দ। ১১ টা ৫৫ মিনিটে সৃষ্টির কর্তার কাছে দোয়া করা হয় ভাষার জন্য শহিদ হওয়া বাংলার দামাল ছেলেদের জন্য। ১১ টা ৫৮ মিনিট থেকে ঠিক ১২ টা পর্যন্ত ২ মিনিট দাঁড়িয়ে সবাই নিরবতা পালন করেন মহান শহিদদের স্মরনার্থে। তারপর খালি পায়ে শহিদ মিনেরে প্রথম পুষ্পার্ঘ্য অর্পন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও প্রশাসন। তারপর একে একে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে শহিদদের শ্রদ্ধা জানান বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার থানা পুলিশ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিয়ানীবাজার, বিয়ানীবাজার গ্যাস ফিল্ড, জাতীয় পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখা, উপজেলা পৌরআওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি বিয়ানীবাজার উপজেলা শাখা, আওয়ামীকৃষকলীগ বিয়ানীবাজার উপজেলা শাখা, বিয়ানীবাজার উপজেলা যুবলীগ, আওয়ামী মৎসজীবীলীগ বিয়ানীবাজার উপজেলা শাখা, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ বিয়ানীবাজার উপজেলা শাখা, বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যান সমিতি, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা শাখা, বিয়ানীবাজার সরকারি কলেজসহ আরও বিভিন্ন সংঘঠনের নেতা কর্মীরা।

এছাড়াও দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস।

Back to top button