সিলেট

সিলেটে নতুন ডিআইজি ও পুলিশ কমিশনার

টাইমস ডেস্কঃ সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম ও সিলেটে মহানগর পুলিশের (এসএমপির) কমিশনার নিশারুল আরিফকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে যুগ্ম সচিব নুর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।

এদিকে সিলেটের ডিআইজি পদে শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) ও পিপিএম (সেবা) ও এসএমপির কমিশনার পদে মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার), পিপিএম স্থলাভিষুক্ত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক পরিপত্র থেকে জানা যায়, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএমকে উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশের এন্টি টেররিজম ইউনিট ঢাকায় বদলি করা হয়েছে। অপরদিকে, নিশারুল আরিফকে কমান্ড্যান্ট (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায় বদলি করা হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!