সিলেট

ফুলতলী ছাহেব বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ : মরদেহ উদ্ধার

টাইমস ডেস্কঃ ফুলতলী ছাহেব বাড়ির পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন খসরু মিয়া (৪০) এর লাশ উদ্ধার করা হয়েছে।

খসরু মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার লালাবাজার এলাকার বেতসান্দি গ্রামের মাস্টার সামছুদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে খসরু মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার তার স্ত্রী, বড় ভাইসহ পরিবারের সদস্যরা তাকে নিয়ে সিলেটের বিভিন্ন মাজার জিয়ারতে বের হন।

বিকেলের দিকে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশে ফুলতলী ছাহেব বাড়িতে আসেন। সন্ধ্যার আগে খছরু মিয়া ছাহেব বাড়ির পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ ডুবে নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে টানা উদ্ধার অভিযান শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত হন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ পুলিশ টিম।

কয়েকঘন্টা পর রাত সাড়ে ১০ টার দিকে খসরু মিয়ার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর নাতি মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান জানান, মানসিক ভারসাম্যহীন খসরু মিয়া প্রতিবছরই ফুলতলী ছাহেব বাড়িতে মাজার জিয়ারতে এসে পুকুরে গোসল ও সাঁতার কাটতেন।

রোববারও তিনি এসে সন্ধ্যার দিকে পুকুরে গোসলে নেমে সাঁতার কাটতে গিয়ে ডুবে যান। তার সঙ্গে পরিবারের লোকজন ছিলেন।

খসরু মিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button