সারাদেশ

বোনের বিয়েতে যাওয়া হলো না কলেজছাত্রী নেন্সির

নেন্সী চাকমার(১৮)সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। বড় বোনো বিয়েতে যোগ দিতে চাচাতো ভাইয়ের সঙ্গে মোটর-সাইকেলযোগে বাঘাইছড়ি উপজেলায় রওনা দেন। ভাগ্যের নির্মম পরিহাস বিয়েতে আর যোগ দেওয়া হলো না। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ট্রাকচাপায় নিহত হন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা। তিনি জানান, নিহত নেন্সি চাকমার বড় বোন এমি চাকমার আগামী সোমবার বাঘাইছড়ি উপজেলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় শিকার হয়ে তার এ মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, শনিবার দুপুরের দিকে রাঙ্গামাটি শহর থেকে তার চাচাতো ভাইয়ের সঙ্গে মোটর-সাইকেলযোগে বাঘাইছড়ি উপজেলায় রওনা দেন নেন্সি। পথিমধ্যে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচেরর ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজাছড়ি পূর্বপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নানিয়ারচর অভিমুখী পাথবোঝাই একটি ট্রাক (ফেনী ট-১১-০৯৩১) মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে নেন্সি চাকমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার চাচাতো ভাই ভাগ্যক্রমে বেঁচে যান। তিনিজেলার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের সি ব্লক গ্রামের জ্যোতিময় চাকমার মেয়ে।

এদিকে, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুনেছি নিহত নেন্সি চাকমা তার বড় বোনের বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিল। বিষয়টি খুবই দুঃখজনক।

Back to top button