বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে দেয়াল ধসে পড়ে শিশুর মৃত্যু

টাইমস ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজারে দেয়াল ধসে পড়ে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম হোসাইন। সে মুক্তা আহমদের পুত্র।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির উপর বাড়ির টিউবওয়েলের দেয়ালটির একাংশ ধসে পড়ে। এতে শিশুটি দেয়ালের নিচে চাপা পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে সেখান থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথিমধ্যে শিশুটি মারা যায়।

গত বন্যায় বাড়ির টিউবওয়েলের দেয়ালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম নিহত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।

Back to top button