সিসিকের প্রয়াত মেয়র কামরানের কবর জিয়ারতে আনোয়ারুজ্জামান
টাইমস ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আগামী নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন প্রায় নিশ্চিত। আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে তাঁকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে।
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে মহানগরীর নয়াসড়ক-কুমারপাড়া রোডে অবস্থিত মানিকপীর (রহ.) টিলায় প্রয়াত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেন আনোয়ারুজ্জামান। এসময় প্রয়াত মেয়রের কবরে ফুল দিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
জিয়ারত শেষে আনোয়ারুজ্জামান বলেন, প্রয়াত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন মাটির মানুষ। তিনি সিলেটের মানুষের জন্য সারাজীবন কাজ করে গেছেন। তিনি সিলেটের জন্য যে কাজ করে গেছেন তার ধারাবাহিকতায় আমাদের ধরে রাখতে হবে। শেখ হাসিনা সিটি নির্বাচনের জন্য আমাকে কাজ করার দিকনির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী যাকে যে জায়গায় কাজ করতে বলবেন আমরা সে জায়গায়ই কাজ করবো। দলীয় নির্দেশানা কেউ অমান্য করবেন না। দলের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে যকেই মনোনয়ন দিবেন সবাই সে সিদ্ধান্ত মাথা পেতে নেব। যার যার অবস্থান থেকে কাজ করে যাব।
এসময় তার সাথে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।