বিনোদন

আংটি কিনতে হীরার শহরে যুবক, অভিনব প্রেম নিবেদন ভাইরাল

মনের মানুষকে স্মরণীয়ভাবে ভালোবাসার প্রস্তাব দিতে কে না চায়! দিনটিকে স্মরণ করে রাখতে এবার অবাক করা কাণ্ড ঘটাল ভারতের এক যুবক। বিশ্বের সবচেয়ে দামি হীরা পাওয়া যায় যে শহরে, সেই শহর থেকে হীরা এনে বান্ধবীকে প্রেম নিবেদন করলেন দিব্যদীপ ভাটনগর।

বিশ্বের হীরার রাজধানী এন্টওয়ার্পে গিয়ে বান্ধবীর জন্য কিনে এসেছেন পছন্দের আংটি। আর সেটি দিয়ে প্রপোজ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

দামি আংটি পরিয়ে প্রপোজ করার ওই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন ওই যুবক। লিখেছেন তার প্রেম নিবেদনের পুরো প্রক্রিয়া।

দিব্যদীপ ভাটনগর লিখেছেন- প্রথমে বেলজিয়াম সিটিতে যান তিনি। এন্টওয়ার্পে গিয়ে অনেক আংটি দেখেশুনে একটি আংটি নিয়ে আসেন তিনি।

এরপর বন্ধুদের সবাইকে দাওয়াত করেন। অডিটোরিয়াম ভাড়া করে পরিবার, বন্ধু ও নিকটাত্মীদের দাওয়াত করেন দিব্যদীপ। এরপর মনের মানুষটিকে বড়োসড়ো করে ভালোবাসা নিবেদন করেন তিনি।

এমন কাণ্ডে রীতিমতো বিস্মিত হন ওই নারী। এমন প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে আর উপায় কী!

Back to top button
error: Alert: Content is protected !!