সুনামগঞ্জ

দোয়ারাবাজারে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে মহিলার মৃত্যু

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে দিলারা বেগম (৪০) নামে এক মহিলা মারা যান এবং পারুল বেগম (৩৫) নামে আরেক মহিলা গুরুতর আহত হন। নিহত দিলারা বেগম উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং আহত পারুল বেগম পার্শ্ববর্তী গিরিশনগর গ্রামের মনির হোসেনের স্ত্রী। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে দোয়ারা সদর ইউনিয়নের টেবলাই এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় শান্তিপুর মোড় থেকে গন্তব্যস্থল টেবলাই এলাকায় পৌছামাত্র ভাড়ায় চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে দুর্ঘটনা কবলিত হয়। এসময় মহিলাযাত্রী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার্থে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধায় দিলারা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

Back to top button