বারইগ্রাম সপ্রাবির ম্যানেজিং কমিটিকে বরন করলেন শিক্ষকবৃন্দ
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগমের নের্তৃত্বে বরন করে নিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বুধবার সকালে বিদ্যালয়ের সাধারন সভা শেষে নবগঠিত কমিটিকে বরন করে নেন শিক্ষকবৃন্দ।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি দাতা সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব সুরাইয়া বেগম, শিক্ষক প্রতিনিধি সদস্য আব্দুল মতিন, বিদ্যুৎসাহী সদস্য (পুরুষ) আব্দুল মজিদ, বিদ্যুৎসাহী সদস্য (মহিলা) আফসানা বেগম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আব্দুর রউফ, ইউপি সদস্য আহমদ হোসেন স্বপন, অভিভাবক সদস্য আব্দুল ওহাব, আফিয়া বেগম, ফারহানা বেগম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক সফর উদ্দিন, শিক্ষিকা নাজমা বেগক, শিক্ষিকা মনোয়ারা বেগম ও নতুন নিয়োগকৃত শিক্ষিকা ফাহমিদা সিদ্দিকা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শেষে বিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া শিক্ষিকা ফাহমিদা সিদ্দিকাকে ফুল দিয়ে বরন করে নেন শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা।