হবিগঞ্জে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকা থেকে জুয়েল মিয়া (২৬) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত জুয়েল মিয়া কলেজপাড়া এলাকার আইয়ুব আলীর পুত্র।
এদিকে, মরদেহ উদ্ধারের পর জুয়েল আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
মৃত জুয়েলের বড় ভাই সোহেল মিয়া জানান, তার ভাইয়ের আত্মহত্যা করার মতো কোনো কারণ নেই। হয়তো তাকে কেউ হত্যা করেছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ওই যুবকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এছাড়াও বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এরমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মেলন্দু চক্রবর্তীসহ একদল পুলিশ।