আন্তর্জাতিক

৫ বছরের শিশু পুলিশের ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুর স্বপ্নপূরণ করতে এগিয়ে এলো স্বয়ং পুলিশ। ছোট্ট বাইকের সেই শিশুকেই দেয়া হলো পুলিশের টহলদারি টিমের নেতৃত্বের দায়িত্ব। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে এমন দৃশ্যই দেখা যায়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ব্রিটেনের ডারহাম শহরের বাসিন্দা ৫ বছরের হ্যারি ফ্যারেল। গত বছর তার বাবা মারা যান। এরপর শিশুটির মা তাকে একটি ছোট বাইক কিনে দেন। ছোট্ট শিশু হ্যারির স্বপ্ন ছিল, সে পুলিশের গাড়ি চালাবে। ছোট্ট হ্যারির সেই স্বপ্নের কথা জানতে পারে ইংল্যান্ডের ডারহ্যাম পুলিশ। শিশুকে তারা চমকে দেয় অনন্য এক উপহারে। নিজের ছোট্ট বাইকে চেপে পুলিশের সঙ্গে টহলদারির সুযোগ দেয়া হয় হ্যারিকে।

ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পড়ে ছোট্ট একটি বাইক চালাচ্ছে হ্যারি। তার পিছনে পিছনে বাইক নিয়ে আসছেন আরও কয়েকজন পুলিশ সদস্য। আর হ্যারির মুখে লেগেছিল চওড়া হাসি।

এদিকে ভাইরাল এ ভিডিওটি নেটিজেনদের মন জয় করেছে। একইসঙ্গে বাবাকে হারানো শিশুর মন ভালো করতে ডারহাম পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

Back to top button