আন্তর্জাতিক

ছোট্ট বাইকে ছোট্ট ‘পুলিশ’ দিলো টহলে নেতৃত্ব! ভিডিও ভাইরাল

পুলিশের পোশাক পরে ছোট্ট একটি বাইক চালাচ্ছে বালক। আগে আগে চলছে তার খুদে বাইক। আর পেছনে তাকে অনুসরণ করছেন বাকি পুলিশের সদস্যরা।
আর পাঁচ বছরের শিশুর স্বপ্নপূরণ করতে এগিয়ে এলেন পুলিশ কর্মকর্তারা। ছোট্ট বাইকে চেপে খুদেই দিল পুলিশের টহলদারির নেতৃত্ব। আগে আগে চলল তার খুদে বাইক, আর পেছনে তাকে অনুসরণ করলেন বাকিরা।

সেই ভিডিও খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ভিডিওটি হয়েছে ভাইরাল। আর এতে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।

জানা গেছে, ব্রিটেনের ডারহাম শহরের বাসিন্দা ৫ বছরের হ্যারি ফ্যারেল। গত বছর তার বাবা মারা যান। শিশুর মন ভোলানোর জন্য মা তাকে একটি ছোট বাইক কিনে দিয়েছিলেন। ছোট্ট হ্যারির স্বপ্ন ছিল, সে পুলিশের গাড়ি চালাবে। বড়দিন উপলক্ষে বাইকটি পেয়ে বেজায় খুশি হয়েছে।

Back to top button