খেলাধুলা

ফুটবল ইতিহাসে প্রথমবার সাদা কার্ড দেখালেন রেফারি

এতদিন ফুটবল মাঠে রেফারিদের হলুদ ও লাল কার্ড ব্যবহার করতে দেখা গেছে। ১৯৭০ সাল থেকেই এই দুইটি কার্ড ব্যবহার করে আসছেন রেফারিরা। তবে এবার ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাদা কার্ড ব্যবহার করলেন রেফারি। পর্তুগালের মাটিতে প্রথমবারের মতো মাঠে এই সাদা কার্ড ব্যবহার করেন রেফারি।

পর্তুগালের বেনফিকা নারী দল ও স্পোর্টিং নারী দলের মধ্যকার ম্যাচে ঐতিহাসিক এই ঘটনাটি ঘটে। নারী দলের এই ফুটবল ম্যাচ চলাকালীন হঠাৎ করেই একজন ফুটবলার অসুস্থ হয়ে পড়ে। সেই ফুটবলারকে সেবা দেয়ার লক্ষ্যে দুই দলের মেডিক্যাল স্টাফ দ্রুতই মাঠে প্রবেশ করে। ঠিক তখনই রেফারি পকেট থেকে বের করে সাদা কার্ড দেখান।

মাঠে উপস্থিত থাকা সমর্থকরা রেফারির সাদা কার্ড তুলে ধরতে দেখে প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারেন তারা ইতিহাসের সাক্ষী হয়েছেন। ফুটবলকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে নতুন কিছু নিয়ম সংযোজন করেছে ফিফা।

খেলার মূল্যবোধকে বাড়াতেই সাদা কার্ডের ব্যবহার শুরু করেছে রেফারিরা। দুই দল খেলতে নামলেও তারা যে একজনের অসুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছে সেটির প্রশংসা করার জন্যই রেফারি এই সাদা কার্ড ব্যবহার করেন।

Back to top button