সিলেট

স্ত্রীকে নিয়ে টানাটানির পর এবার সিলেটের রাস্তায় তিন নারীর চুলোচুলি!

টাইমস ডেস্কঃ সিলেট মহানগরে রাস্তায় এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর মারামাারি-টানাটানির পর এবার তিন নারীর চুলোচুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে মহানগরের লামাবাজারে এ ঘটনা ঘটে। তারা তিনজন ওএমএস’র চাল সংগ্রহ করতে মির্জাজাঙ্গালে গিয়েছিলেন। সেখানেই বিরোধ সৃষ্টি হয়। পরে লামাবাজারে এসে রাস্তায় হাতাহাতি-চুলোচুলিতে জড়ান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে মহানগরের মির্জাজাঙ্গালস্থ মেসার্স বিজয় সেন্টার থেকে ওএমএস-এর চাল সংগ্রহ করতে এসেছিলেন স্থানীয় তিন নারী। এসময় তাদের মাঝে লাইনে দাঁড়ানোর সিরিয়াল নিয়ে বাকবিতন্ডা হয়।

পরে চাল নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লামাবাজারস্থ আয়েশা ক্লিনিকের সামনে এসে ফের তারা বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে তারা চুলোচুলি ও হাতাহাতিতে লিপ্ত হন। পরে পথচারীরা তাদের মারামারি থামিয়ে তিনজনকে তিনদিকে দিয়ে দেন। এসময় উৎসুক জনতা এই তিন নারীর চুলোচুলি দেখতে পথে ভিড় জমান।

এদিকে, মারামারির সময় তাদের সঙ্গে থাকা ব্যাগের চাল ও আটা রাস্তায় পড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে মারামারি করা নারীদের নাম জানা যায়নি। শুধু এদের মধ্যে একজনের বাসা মহানগরের মির্জাজাঙ্গালে ও দুইজনের বাসা মাছুদিঘীরপাড়ে।

তবে এ বিষয়ে পুলিশ কিছু জানে না বলে সিলেটভিউ-কে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

Back to top button