আন্তর্জাতিক
স্পেনের দক্ষিণাঞ্চলে ভারি তুষারপাত
স্পেনের দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে ভারি তুষারপাত। চলছে তীব্র শৈত্যপ্রবাহ ও ঝড়ো হাওয়া। আরও বৈরি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা (এইএমইটি) বুধবার জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ভারি তুষারপাত এবং ঝড়ের আশঙ্কা রয়েছে। বাতাসের ঘূর্নণবেগ থাকতে পারে ঘণ্টায় ৩১ কিলোমিটার।
স্পেনের ট্রাফিক ডিরেকশন (ডিজিটি) জানায়, তুষারে ঢাকা পড়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রায় ১২৮টি সড়ক। দেশটির বাস্ক কাউন্ট্রি অঞ্চলে বুধবার দিনব্যাপী তুষারপাত হয়।
ড্রোন ক্যামেরার ভিডিওতে দেখা যায়, পুরু বরফের আস্তরণে ঢাকা পড়েছে দেশটির রাস্তাঘাট, ঘরবাড়ি, গাছপালা। ইতোমধ্যে এলোমেলো শহরের ট্রাফিক ব্যবস্থা।