কুকুরকে খাওয়ানোর সময় তরুণীকে গাড়ির ধাক্কা, অবসরপ্রাপ্ত মেজর গ্রেফতার
পথকুকুরকে খাওয়াতে গিয়েছিলেন তরুণী। সেই সময় রাতের অন্ধকারে তাকে চাপা দিয়ে চলে যায় গাড়ি।
এতে গুরুতর জখম হন ওই তরুণী। চণ্ডীগড়ের সেই ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক মেজরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ খবর জানয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
অভিযুক্তের নাম সন্দীপ সাহি। তিনি ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত মেজর। আর ভুক্তভোগীর নাম তেজস্বিতা (২৫)।
জানা গেছে, তেজস্বিতা রাত সাড়ে ১১টা নাগাদ রাস্তার ধারে বসে পথকুকুরদের খাওয়াচ্ছিলেন। তিনি নিচু হয়ে কুকুরটিকে খাবার দেওয়ায় ব্যস্ত ছিলেন। আচমকাই তার দিকে দ্রুত গতিতে ছুটে আসে একটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই তাকে ধাক্কা মেরে দ্রুত গতিতে চলে যায় গাড়িটি। রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সন্দীপই গাড়ি চালাচ্ছিলেন। তরুণীকে ধাক্কা মেরে গাড়ি চালিয়ে চলে যান তিনি। ভারতীয় দণ্ডবিধির ২৭৯ এবং ৩৩৭ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সোমবার (১৬ জানুয়ারি) অভিযুক্তকে মোহালি থেকে গ্রেফতার করা হয়েছে।