হবিগঞ্জ

হবিগঞ্জে আগুনে পুড়ে ও দেয়ালচাপায় দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক- হবিগঞ্জে আগুনে পুড়ে ও দেয়ালচাপায় দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ও দুপুরে চুনারুঘাটে এসব দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, ভোরে আজমিরীগঞ্জ উপজেলার ঘরদাইর গ্রামে জাবেদ মিয়া (৪০) নামে রক ব্যক্তি আগুনে পুড়ে মারা যান। মঙ্গলবার ভোরে বসতঘরে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় তিনি দগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, মঙ্গলবার দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ (৪০) নামে এক কাঠমিস্ত্রী কাজ করার সময় দেয়ালচাপায় আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Back to top button