সারাদেশ

১০ বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি

ঢাকার মোটরসাইকেল চোর জসিম ওরফে সোহাগ ওরফে বাইক জসিমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ জানুয়ারি) গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তার আরও চার সহযোগীকে গ্রেফতার করা করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ৩টি মোটরসাইকেল।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার জসিম ঢাকার শীর্ষ মোটরসাইকেল চোর। ১০ বছরে তিনি চুরি করেছেন পাঁচ শতাধিক মোটরসাইকেল। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

গ্রেফতার জসিম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বেলদারহাট গ্রামের ছোবহান বেপারীর ছেলে। অন্যরা হলেন, মো. হারুন (২৮), আশিক বিশ্বাস (১৯), রাজীব (২০) ও মহসীন (২০)। জসিমকে গত ১৪ জানুয়ারি গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার সহযোগীদের গ্রেফতার এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার জসিম পেশায় অটোরিকশা চালক। দিনে তিনি অটোরিকশা চালান আর রাতে মোটরসাইকেল চুরি করেন। তিনি মূলত রাতে বাসাবাড়ির পার্কিংয়ে রাখা মোটরসাইকেলই চুরি করেন। দিনেঢ় বেলা কিংবা সড়ক থেকে চুরি করলে ধরা পড়ার ঝুঁকি বেশি থাকে, তাই রাতেই চুরি করেন জসিম। দিনে অটোরিকশা চালানোর ফাঁকে তিনি টার্গেট নির্ধারণ করেন। আর রাতে সে টার্গেট অনুযায়ী চুরি করেন।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, জসিম মোটরসাইকেল চুরি শুরু করেন ২০১৩ সাল থেকে। তার ভায়রা ভাইয়ের হাত ধরে এই পেশায় আসা। কিন্তু কিছুদিনের মধ্যে তিনি নিজেই একটা গ্রুপ তৈরি করে ফেলেন। বর্তমানে ৫ জন থাকলেও তার গ্রুপে মোট ২০ জন কাজ করতো। পুরো ঢাকা শহরেই তারা চুরি শুরু করে। গত ১০ বছরে ঢাকা শহরে তার গ্রুপ পাঁচ শতাধিক চুরি করে।

ওসি আরও জানান, গ্রেফতার জসিমের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় কমপক্ষে ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে যান ২০ বার। সবশেষ ৩ মাস আগে কারাগার থেকে ছাড়া পান তিনি। বের হয়ে আবারও মোটরসাইকেল চুরি করতে গিয়ে গ্রেফতার হন তিনি।

Back to top button