মৌলভীবাজার
পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারে ঘোড় দৌঁড়
পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হল ঘোড় দৌঁড় প্রতিযোগিতা।
শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়তলা মাঠে এই দৌঁড় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান মুহিবুর রহমান তরপদার ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
প্রতিযোগিতায় সিলেট, সুনামগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ, হবিগঞ্জসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ২৭টি ঘোড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় হবিগঞ্জের ঘোড়া প্রথম স্থান অর্জন করে একটি ফ্রিজ পুরস্কার পায়। এছাড়া রানার আপসহ ৮জন প্রতিযোগিকে এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।