সিলেট

শনিবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতাধীন সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (১৪ জানুয়ারি) সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিউবো সূত্রে জানা যায়, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১৪ জানুয়ারি শনিবার লোহারপাড়া, মিরবক্সটুলা, তাতিপাড়া, ক্ষেত্রীপাড়া, স্টেডিয়াম মার্কেট, পুরাতন মেডিক্যাল কলোনি, শামিমাবাদ, কানিশাইল, বেতবাজার, মজুমদারপাড়া, লামাপাড়া, সবুজসেনাসহ বেশ কয়েকটি এলাকায় সকাল সাড়ে ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকগনের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

Back to top button