বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় মন্দিরের তালা ভেঙে দেড় লাখ টাকার মালামাল চুরি

টাইমস ডেস্কঃ বড়লেখায় মন্দিরের তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের কালিবাড়ি এলাকার শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরে এই ঘটনাটি ঘটেছে।

মন্দিরের সেবায়েত শ্রী রাজু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোররাতের কোনো এক সময় মন্দিরে চুরির ঘটনা ঘটে। আমি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মন্দিরে গিয়ে কালির প্রতিমার ঘর এবং অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পাই। পরে ভেতরে ঢুকে দেখতে পাই সব কিছু তছনছ করা। এরপর ঘটনাটি মন্দির কমিটির সকলকে জানাই। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল দেখে গেছে’

তিনি আরও বলেন, ‘মন্দির থেকে চুর নগদ টাকা, কাঁসা ও তামার বাসনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।’

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান মঙ্গলবার রাতে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার পুলিশ তৎপর রয়েছে। চুরির ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ এখনও দেওয়া হয়নি।’

Back to top button