সুনামগঞ্জ

জগন্নাথপুরে পাতানো ফাঁদে ধরা পড়লো বাঘ শাবক!

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে চিতাবাঘ শাবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে।

বাঘ শাবক আটককারী কেশবপুর গ্রামের নন্দলাল দাস বলেন, গত বৃহস্পতিবার রাতে আমার একটি পালিত কুকুর ছানাকে আক্রমন করে বাঘ শাবক। এসময় আমি এগিয়ে গেলে আমার উপর হামলা করে পালিয়ে যায়। এতে আমি আহত হই। পরে একটি লোহার পিঞ্জিরা সংগ্রহ করে পিঞ্জিরার ভেতর খাবার হিসেবে হাঁস রেখে দেই। এতে ১০ জানুয়ারি মঙ্গলবার ভোরে বিভিন্ন কৌশলে বাঘ শাবককে আটক হয়।

বাঘটি আটকের কারণে জনমনে স্বস্তি বিরাজ করছে।

সরজমিনে দেখা যায়, বাঘ শাবকটি দেখতে নারী-পুরুষ ও শিশুরা ভিড় করছেন নন্দলাল দাসের বাড়িতে।

খবর পেয়ে বন বিভাগের উর্ধ্বতন কর্তারা এসে বাঘ শাবকটি উদ্ধার করে নেয় বন বিভাগের জাকির হোসেন জানান।

Back to top button