বড়লেখায় ওয়ার্ড আ.লীগের কাউন্সিলে সংঘর্ষে আহত ৫
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় সভাপতি পদপ্রার্থী মুরাদ আহমদসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। এদের দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনাটি সোমবার রাত সাড়ে ন’টার দিকে মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাউন্সিল চলাকালে ঘটেছে। এ ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা মুরাদ আহমদ প্রতিপক্ষের পাঁচ জনের নাম উল্লেখ ও আরো ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করেছেন।
আহতরা হলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মুরাদ আহমদ, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, কবির আহমদ, ফখর উদ্দিন ও অপরপক্ষের শাহেদ আহমদ।
প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত অনুযায়ী সোমবার রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল সভা মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কাউন্সিল চলাকালে সভাপতি প্রার্থী মুরাদ আহমদের বিপক্ষের নেতাকর্মী সুলতান মাহমুদ, শাহেদ আহমদ, শাহিন আহমদ, তারেক আহমদ, মাসুম আহমদ প্রমুখ হঠাৎ উত্তেজিত হয়ে তাদের দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করার চেষ্টা চালায়। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুরাদ আহমদ পক্ষের চারজন ও অপরপক্ষের শাহেদ আহমদ আহত হন।
থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, হামলা ও সংঘর্ষের এই ঘটনায় একপক্ষ থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।