প্রবাস

তুরস্কে ঠান্ডা বরফে শান্তিগঞ্জের তানিলের স্বপ্নভঙ্গ, বাড়িতে শোকের মাতম

টাইমস ডেস্কঃ পরিবারের স্বপ্ন পূরণে ইরানে গিয়েছিলেন শান্তিগঞ্জের তানিল আহমদ৷ সেখান থেকে আরও ইনকামের আশায় অবৈধপথে গ্রীসে পারি দিতে ইরান থেকে তুরস্কে যাওয়ার জন্য পারি জমান তিনি। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিলো না। তুরস্কে যাওয়ার পথে বরফের মধ্যে তীব্র শীতে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

তানিল আহমদ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার(১০ জানুয়ারি) মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ৫ ভাইয়ের মধ্যে তানিল আহমদ সবার বড়। গত কয়েকমাস আগে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে ইরানে গিয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করবে। তবে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে ঠান্ডায় মারা যাওয়ায় তাঁর সেই স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেলো।

এদিকে, তানিল আহমদের মৃত্যুর খবর শুনে তার পরিবারের সদস্য পাগলপ্রায়। ছেলের জন্য মায়ের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে৷ শুধু তার পরিবারই নয় তানিলের মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের ছায়া বইছে। সৌজন্যঃ সিলেট প্রতিদিন

Back to top button