সুনামগঞ্জ

জগন্নাথপুরে প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১০) ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে বাবুল দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) রাতে কিশোরীর পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বাবুল দাস পৌর এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের মন্দির বাড়ি গ্রামের মৃত সুধির দাসের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (৭ জানুয়ারি) রাতে ওই প্রতিবন্ধী কিশোরীকে ঘরে ঢুকে ধর্ষণ করেন বাবুল।

ভুক্তভোগীর মা বলেন, আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে বাবুল। আমি ঘরে ছিলাম না, পাশের ঘরে গিয়েছিলাম। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে জানায়, পাশের বাসার বাবুল দাস ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে। এরপর রাতে জগন্নাথপুর থানায় বাবুলের বিরুদ্ধে অভিযোগ করি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলার পর অভিযান চালিয়ে বাবুল দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!