মৌলভীবাজার

শ্রীমঙ্গলে পুলিশের হাতে গাঁজা ব্যবসায়ী আটক

টাইমস ডেস্কঃ শ্রীমঙ্গলে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারী) বিকেলে তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি উপজেলার মুসলিমবাগ গাঙপাড় গ্রামের মৃত নাবালক মিয়া গাজীর ছেলে মো. অলি মিয়া (৩০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস ও এএসআই জামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা শহরের অদূরে লালবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে এসআই সুব্রত চন্দ্র দাস বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Back to top button