লাভজনকভাবে চলতে দিনে ৩ কোটি টাকা আয় করতে হবে মেট্রোরেলকে
লাভজনকভাবে চলতে উত্তরা থেকে মতিঝিল লাইন থেকে মেট্রোরেলকে প্রতিদিন তিন কোটি টাকা আয় করতে হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি জানান, মেট্রোরেল লাইন-৬ এর এক বছরের পরিচলন, অবচয় ও ঋণ পরিশোধ বাবদ প্রতিবছর ১ হাজার কোটি টাকা দরকার। ডিএমটিসিএল প্রথম বছরের জন্য সিড মানি হিসেবে ১ হাজার কোটি চেয়েছিল সরকারের কাছে।
জানা গেছে, সরকার ১ দশমিক ৫ শতাংশ সুদে ১৫০ কোটি টাকা ঋণ দিয়েছে ডিএমটিসিএলকে।
এমএএন ছিদ্দিক বলেন, আমাদের দৈনিক তিন কোটি টাকা আয় করতে হবে তাহলে আমাদের কারও ওপর নির্ভর করতে হবে না। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যেতে আমাদের কিন্তু আরও এক বছর লাগবে তাই আমরা ১ হাজার কোটি টাকা চেয়েছিলাম সিড মানি হিসেবে।
তিনি জানান, মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ২৯ ডিসেম্বর চালুর পর ৮ জানুয়ারি পর্যন্ত ৮৮ লাখ টাকার টিকিট বিক্রয় হয়েছে।
মোট একক যাত্রার টিকিট বিক্রয় হয়েছে ৮৩ হাজার আর এমআরটি পাস বিক্রয় হয়েছে ৭,২৫০ টি।
মেট্রো লাইন-৬ থেকে দৈনিক তিন কোটি টাকা আয় করা সম্ভব কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, টার্গেটের কথা বলা হয়েছে। আশা করি কাছাকাছি যেতে পারবো। পাশাপাশি, আমরা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট শুরু করেছি। বাণিজ্যিক ব্যবহারের জন্য স্টেশন প্লাজার বিশদ নকশা নির্মাণের কাজ চলছে। যখন আমাদের মতিঝিল পর্যন্ত কাজ হয়ে যাবে তখন আমাদের ভাড়া বহির্ভূত রাজস্ব আসবে।