নিউজ ডেস্কঃ আবেদনের মাত্র ৩ঘন্টার মধ্যে বৈদ্যুতিক সংযোগ পেল গোলাপগঞ্জের এক মুক্তিযোদ্ধা পরিবার। উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের রনকেলী লামার দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম ইছহাক আলী ইছন মিয়ার পরিবারে এতদিন বৈদ্যুতিক মিটারের কোন সংযোগ ছিল না। পাশের ঘরের মিটার থেকে মিটার থেকে ওই পরিবারের লোকজন বিদ্যুৎ সুবিধা গ্রহণ করে আসছিলেন।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধার ছেলে গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ সোমবার সকাল ১০টায় পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসে আবেদন করেন। আবেদন করলে আবেদনের ৩ঘন্টার ভিতরে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বিদ্যুৎ সংযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সমিতি বোর্ডের সদস্য সচিব আব্দুল হাই, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর এম ফজলুল আলম, আওয়ামী লীগ নেতা পারভেজ আহমদ, সিনিয়র সাংবাদিক হারিছ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী শান্ত দাশ প্রমুখ।
এসময় গ্রাহক গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ বলেন, এত দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ পাওয়া আমার কাছে স্বপ্নের মত মনে হয়েছে। যাদের সহযোগিতায় আমি এত দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ পেয়েছি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।