সারাদেশ

হারিয়ে যাওয়া শতাধিক মোবাইল খুঁজে দিলো পুলিশ

কুড়িগ্রামের সদর উপজেলাসহ বিভিন্ন থানা এলাকায় গত এক মাসে হারিয়ে যাওয়া ১০৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে মূল মালিকদের ডেকে সংশ্লিষ্ট থানা পুলিশ মোবাইল ফোনগুলো হস্তান্তর করে।

সোমবার (৯ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, ১০৮টি স্মার্টফোন হারানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিসেম্বরে কুড়িগ্রাম সদর থানায় ৫৫টি, রাজারহাট থানায় একটি, ফুলবাড়ী থানায় ১৭টি, নাগেশ্বরী থানায় চারটি ও রৌমারী থানায় ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

হারানো মোবাইল ফিরে পেয়ে রমিজ মিয়া বলেন, ‘আমার একটি স্মার্টফোন গত নভেম্বরে হারিয়ে যায়। পরে সদর থানায় অভিযোগ দিলে গত মাসে ফোনটি উদ্ধার করে পুলিশ। পরে আমাকে ডেকে ফোনটি দেওয়া হয়েছে। ফোনটি পেয়ে আমার অনেক উপকার হয়েছে।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এরকম অভিযোগ পেলে আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি।

কুড়িগ্রাম পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই আন্তরিক সেবা অব্যাহত থাকবে।

Back to top button
error: Alert: Content is protected !!