বিয়ানীবাজারে গাছের সাথে অটোরিক্সার ধাক্কা, গুরুতর আহত ৫
নিজস্ব প্রতিবেদকঃ দিনদিন সড়ক দুর্ঘটনা যেনো বেড়েই চলেছে। এবার বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫জন। শনিবার সকালে বিয়ানীবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিক্সা কাকরদি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে অটোরিক্সাটি মুহুর্তেই ধুমড়ে মুচড়ে যায়।
এসময় অটোরিক্সার চালকসহ ৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের মধ্যে গুরুতর আহত থাকায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার শেওলা ইউনিয়নের দীঘলবাঘ গ্রামের আনোয়ার হোসেনের পুত্র রেদোয়ান আহমদ (১৭), একই গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র শহিদুল (২৮), চারখাই ইউনিয়নের বাঘবাড়ি এলাকার জাবেদ আহমদ, বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার জসিম উদ্দিন প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে চারখাই থেকে বিয়ানীবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা কাকরদি এলাকায় চালকের অসাবধানতায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মুচড়ে যায়। পরে গাড়িতে থাকা যাত্রীরা আহত অবস্থায় আটকা পড়েন। প্রথমে স্থানীয়রা আহতদের উদ্ধারের চেষ্টা চালায় পরে তাদের সাথে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় গুরুতর আহত ৫ জনকে সিলেটে প্রেরন করা হয়।