মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক উপজেলা চেয়ারম্যানের ভাই

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান ভানু লাল রায়ের ছোট ভাই চিনু লাল রায়কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় ৩৪ পিস ইয়াবাসহ শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যানের ছোট ভাই চিনু লাল রায় (৪৩) ও মো. শাফাল মিয়াকে (৩৮) আটক করেছে ডিবি।

জানা যায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম শ্রীমঙ্গল শহরের স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করে। তখন চিনু লাল রায়ের দেহ তল্লাশি করে তার পরনে থাকা নীল রঙের জিন্সের প্যান্টের পকেট থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া শাফাল মিয়ার দেহ তল্লাশি করে তার জ্যাকেটের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মো. আশরাফুল ইসলাম জানান, দুজনের হেফাজত থেকে মোট ৩৪ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ২০০ টাকা। আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Back to top button