সারাদেশ
সড়কে একসঙ্গে প্রাণ গেল মা-মেয়ের

টাঙ্গাইলের ভূঞাপুরে তেলবাহী ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বিলচাপড়া গ্রামের কাপড় ব্যবসায়ী শহিদুলের স্ত্রী পারুল বেগম (৩৫) ও তার মেয়ে ছোঁয়া মণি (৪)।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নিহত পারুল বেগম তার মেয়ে ছোঁয়া মণিকে নিয়ে ভূঞাপুর থেকে ভ্যানগাড়িতে (রিকশা) বিকাল সাড়ে ৩টার দিকে গ্রামের বাড়ি বিলচাপড়া যাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী ভ্যানগাড়িটি ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।