গোলাপগঞ্জসিলেট

গোলাপগঞ্জে তরুণের উপর হামলার ঘটনায় আটক ৯, অস্ত্র উদ্ধার

টাইমস ডেস্কঃ পূর্ব বিরোধের জেরে সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় রিয়াজ আহমদ (২০) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। এ পুলিশ অস্ত্র উদ্ধারের পাশপাশি ৫ জনকে গ্রেফতার করেছে। এর আগে মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, গোলাপগঞ্জ থানাধীন চৌঘরী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে সৌমিক শাহরিয়ার (২৯), টিকর বাড়ী গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপু আহমদ (২৮), একই গ্রামের আব্দুল মালিকের ছেলে মাহমুদ আহমদ (৩২), ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে সানি রহমান (৩৩), একই গ্রামের সুলেমান আহমতের ছেলে মিজানুর রহমান নাহিদ (২৬)। এছাড়া সন্দিগ্ধ আসামী হিসেবে যাদেরকে আটক করেছে পুলিশ-কয়ছর আহমদ, রাবেল আহমদ,মোরহাদ আহমদ ও বদরুল ইসলাম রানা।

এর আগে হামলার ঘটনায় থানায় গোলাগঞ্জের দাড়িপাতন পশ্চিমপাড়ার মৃত ফারুক মিয়ার ছেলে রুমেছ আহমদ বাদী হয়ে মঙ্গলবার রাতে দশ জনকে এজহার নামীয় আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকেরা দাড়িপাতন গ্রামের রিয়াজ আহমদ নামের তরুণের উপর হামলা চালায়। হামলাকারীদের মাথায় হেলমেট ছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে আরও সন্দেহভাজন চার যুবককে আটক করেছে। পরে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠায়।

Back to top button